তিল এক নয়ন আড় জিউ না সহ
না রহু দুহুঁ তনু ভিন্।
মাঝে পুলক গিরি অন্তর মানিয়ে
ঐছন রহুঁ নিশি-দিন।।
সজনী কোন পর জীয়ব কান।
রাই রহল দূর হাম মথুরাপুর
এতহুঁ কি সহয়ে পরাণ।।ধ্রু।।
ঐছন নাগর ঐছে নব নাগরি
ঐছন সম্পদ মোর।
রাধা বিনু সব বাধা মানিয়ে
নয়নে তেজই লোর।।
সোই যমুনাজল সোই রমণিগণ
সোঙারিতে চমকিত চীত।
কহ কহিশেখর অনুভবে জানলুঁ
বড়কা বড়ই পিরীত।।