তিলেকে তেয়াগিলুঁ পতি খুর-ধার ।
শ্রবণে না শূনলুঁ ধরম বিচার।।
অবলা অখল-জীতি ভুলে পর বোলে।
রসের অবেশে দীপ নিভাইল সাঁজ-বেলে।।
সজনী নিবেদিলুঁ তোরে।
কলঙ্ক রহিল মোর গোকুল নগরে।।
যে লোকের লাগি কৈলুঁ কুলের বঞ্চনা ।
কত না সহিব আর গুরুর গঞ্জনা।।
যার লাগি তেজিলুঁ সকল গৃহ-সুখ।।
না জানি কি জানি এবে সে জন বিমুখ।।
দুখের উপরে দুখ পরিজন-বোল।
সতীর সমাজে ভাঁড়াইতে হৈলুঁ চোর।।
জ্ঞানদাস কহে ইথে কেমন উপায়।
সুখ-পরাভব দুখ সহনে না যায়।।