তিনটি আখরে না জানি কি আছে
তিনেরে করিল বশ।
তিন ভয়ে তনু সঘনে কম্পিত
তিনে করে অপযশ।।
সখি হে, তিনের মূল কি বটে।
যে তিন লাগিয়া দুই বেয়াকুল
তিন গায় ঘাটে মাঠে।।
তিন সোঙারিয়া তিন হি লাগিয়া
তিনে স্থির নাহি বাঁধে।
* * * * *
যবে দুই মিলে আর দুই খেলে
দুয়ে দুয়ে হল চারি।
তিনে চার মিশাইল সাত অক্ষর হইল
তিনের বলিহারি।।
ক্ষণমাত্র দুই চেরে দুই খেলে
তাহা দেখি লোক হাসে।
সে দুই কখন তিন সদাক্ষণ
তাহে চণ্ডীদাস ভাসে।।