তারে কি আর ভুলতে পারি আমার এই মনে, দিয়েছি মন যে চরণে।
আমি যেদিকে ফিরি সেই দিকে হেরি ঐ রূপের মাধুরী দুই নয়নে।
সবে বল কালো কালো কালো নয় সে চাঁদের আলো।
সেই যে কালাচাঁদ নাই আর এমন চাঁদ যে চাঁদের তুলনা তাহারি সনে।
দেবের দেব শিব ভোলা তায় গুরু ঐ চিকন কালা।
তোরা বলিস চিরকাল তারি গো রাখাল কেমন রাখাল জান গে বেদ-পুরাণে।
সাধে কি মজেছে রাধে, সে কালার প্রেম-ফাঁদে সে তোরা কি জানবি
লালন বলে, বল্লে কি মানবি শ্যামের গুণ রাই জানে।