তাকে নিবেদিঅ জে মতিমান।
জলহি গুন ফল কে নহি জান।।
তোরে বচনে কএল পরিছেদ।
কৌআ মুহন ভনিঅএ বেদ।।
তোহে বহুবল্লভ হমহি অঞানি।
তকরাহুঁ কুলক ধরম ভেলি হানি।।
কএল গতাগত তোহরা লাগি।
সহজহি রয়নি গমাউলি জাগি।।
ধন্ধ বন্ধ সফল ভেল কাজ।
মোহি আবে তহ্নি কী কহিনী লাভ।।
দূতী বচন সবহি ভেল সার।
বিদ্যাপতি কহ কবি কণ্ঠহার।।