তুহুঁ না পরশ যদি মোয়।
পিরিতি কৈছে তব হোয়।।
ইথে লাগি শরণ তোহারি।
মানহ পরশ হামারি।।
যদি জানসি মঝু দোখ।
মোহে হেরি সম্বর রোখ।।
এ তুয়া চরণ ধরি হাম।
কহি পদযুগ ধরে শ্যাম।।
তাহে না টূটল মান।
মানিনি উপেখি চলু কান।।
কুঞ্জ অঙ্গনে কুঞ্জরাজ।
কাঁপি পড়ল ক্ষিতিমাঝ।।
ফেরি নেহারত রাই।
মরি মরি করত কাহ্নাই।।
ভুজগে কাটল তনু-মোর।
কপটহি মুরুছল ভোর।।
বজর পড়ল শুনি বোলে।
ধাই ধনি ধরি করু কোলে।।
উঠল নাগরবর শূর।
মান-গরব ভেল চূর।।
ধনি-মুখ মোছল বাসে।
চুম্বন কয়ল বহু আশে।।
সব রস করি সমাধান।
নিরসল হেরি বিহান।।
কো সমুঝব দুহুঁ নেহ।
দুহুঁ-তনু না বান্ধয়ে থেহ।।
কবিশেখর রস গায়।
দুহুঁজন প্রেম সহায়ে।।