তরু অবলম্বন কে।
হৃদয় নিহিত মণি- মাল বিরাজিত
শ্যামল সুন্দর দে।।
নব কুবলয়দল কিয়ে অতসী ফুল
নীলমণি মুকুর আভা।
কিয়ে দলিতাঞ্জন কিয়ে রূপ নবঘন
বরণি না পারই শোভা।।
কুসুমিত চিকুর বলিত বর বরিহা
চাঁদ বিরাজিত ভালে।
আর এক অপরূপ মলয়জ তিলক
চাঁদ উয়ল বনমালে।।
কোটি ইন্দু জিনি বয়ান মনোহর
অধরে মুরলী রসাল।
জ্ঞানদাস চিত ওরূপ অবিরত
ভারিতে যাউ মোর কাল।।