তরুণী পরাণ চোরা গোরারূপ
মাধুরী আমিঞা ধারা।
ধনি ধনি ধনি বারেক নয়ন
কোণেতে পিয়য়ে যারা ।।
সই এ কথা কহিব কাকে।
পণ্ডিত গদাধর করে দিয়া কর
রাধিকা বলিয়া ডাকে।
দাস গদাধর করে দিয়া কর
উলসে পুলকে গা।
মৃদু মৃদু হাসে কিবা রসে ভাসে
কিছুই না পাই থা।।
নাগরালি ঠাটে নদীয়ার বাটে
হেলিতে দুলিতে যায়।
নরহরি মন মোহন ভঙ্গিমা
মদন মূরছে তায়।।