তরুণারুণ নয়নাম্বুজ
ঢুলু ঢুলু ঢুলু অলসে।
দেখ্য দেখ্য দেখ্য পড়িবা পড়িবা
শুতি রহ যায়্যা দিবসে।।
ঝামর বদ- নাম্বুজ দেখি
সিন্দূরে কাজরে মাখা।
কামিনী-কুচ- কুঙ্কুম-সহ
বুকে যাবক-রেখা।।
নীলোৎপল মুখ-মণ্ডল
নীরস কাহে ভেল।
যাও যাও বঁধু নিকট ছাড়হ
পরাণে বাজয়ে শেল।।
জানা গেল তুয়া চতুর চাতুরি
কুটিল কপট কাজ।
শশিশেখরে কহে শুভ কর-
তহিঁ নাগর-রাজ।।