তরুঅর বলি ধর ডারে জাঁতি।
সখি গাঢ় আলিঙ্গন তেহি ভাঁতি।।
মঞে নীন্দে নিন্দারুধি করঞো কাহ।
সগরি বয়নি কাহ্ন কেলি চাহ।।
মালতি রস বিলসএ ভমর জান।
তেহি ভাতি কর অধর পান।।
কানন ফুলি গেল কুন্দ ফুল
মালতি মধু মধুকর পএ ভূল।।
পরিঠবই সরস কবি কণ্ঠহার।
মধুসূদন রাধা বন বিহার।।