তরা চল গো আমার সাথে সখী গো আমার সাথে।
ওরে কলঙ্কের কলসী আমি লইয়াছি মাথে সখী। ধু
আর কলসী লইয়া আমি গেলাম জল আনিতে।
ওরে জলের ঘাটে দেখা হইল প্রাণ বন্ধুয়ার সাথে সখী।
আর মোহন বাশী বাজায় বন্ধে বসিয়া ঘাটেতে।
ওরে ঘরে যাইবার মনে চলে না ঐ বাশীব রবেতে সখী।
আর মনে লয় প্রাণ বন্ধুয়ার ধরি চরণেতে।
ওরে বন্ধে আমার নালয় কুল কিসের কারণেতে সখী।
আর পাগল ইরপানে কইল ভাবিতে ভাবিতে ।
না জানি কি হইব আমার আখের আকিবতে।