তমাল ডালে কুহু রবে ডাকছে শোন কুকিলায়। সই গো যামিনী গৈয়া য়ায়।।
সখি গো সাজাইয়া ফুলে শয্যা রাখলাম কার আশায়।
সোয়া চন্দন মিশ্রি মাঞ্জন রাখলাম কটরায়।।
সখি গো আতর গোলাপ ছিটাইলাম ফুলের বিছানায়।
যৌবনেরি ফুল ফুটিয়া ডাক্ছে প্রাণের ভমরায়।।
সখি গো একা কুঞ্জে তাপিত রাধা যামিনী কাটায়।
আমার বন্ধু পরদেশে কার কুঞ্জে পাশা খেলায়।।
সখি গো ভ্রমরা ছুটেছে বনে মধুর আশায়।
আমার ভ্রমর সুদূর দেশে ফিরে নাহি আয়।।
সখি গো প্রাণবন্ধু নাই গো ঘরে কাঁদিছে রাধায়।
নিশি শেষে পাগল বেশে বাউল রিয়াছত কেঁদে গায়।।