তমাল কুসুম চিকুর গণে।
নীল কুরুবক তোর নয়নে।।
সুপুট নাসা তিলফুলে।
দেখি তোর গণ্ডযুগ মহুলে।।
আধর সুরঙ্গ বান্ধুলী ফুলে।
কণ্ণ যুগ তোর এ বগহুলে।।
মুকুলিত কুন্দ তোর দশনে।
খস্তরী কুসুম তোর বসনে।।
ভুজযুগ হেম যূথিকা মালে।
আশোকতবক করযুগলে।।
মুকুলিত থলকমল তনে
রোমারাজী তাত আতয়ীগণে।।
গভীর নাভী নাগেশর ফুলে।
কনক কেতকী জংঘ যুগলে।।
চরণকমল থলকমলে।
আঙ্গুলী চম্পক কলিকা জালে।।
নখরনিকর দেখি গুলালে।
শিরীষ কুসুম তনু সকলে।।
কনক চম্পক কুসুম পান্তী।।
তোহ্মার সকল শরীর কান্তী।।
নেআলী সেআলী মাহ্লী বিকসে।
তোহ্মার মধুর ঈষত হাসে।।
দেখো মধুর ঈষত হাসে।।
দেখোঁ মো তোর ফুল শরীরে।
গাইল চণ্ডীদাস বাসলী বরে।