তবে সে হইল শ্রীদাম সুদাম

তবে সে হইল শ্রীদাম সুদাম
স্তোক-কৃষ্ণ বলরাম।
অর্জ্জুন সুবল অংশসেন কোকিল
বসন্ত প্রধান রাম।।
কিঙ্কিণী-ঝঙ্কার অতি মনোহর
ধরল বালক-মূর্ত্তি।
করে কোন গুণ গুণের আখ্যান
করে হয়ে নানা শক্তি।।
দেখিয়া মূরতি বিলক্ষণ জ্যোতিঃ
নানা সে বন্ধান বেশে।
অনুপ সুন্দর মূরতি কিশোর
বিনোদ বন্ধান কেশে।।
নানা সে কুসুম গাঁথিয়া সুষম
বিনোদ বন্ধান চূড়া।
হেরম্ব অনুজ তলে আরোপিত
ভবজ অনুজ গাঢ়া।।
সে রূপ ত্যজিয়া মদনমোহন
মূরতি কৈশোর হয়।
চণ্ডীদাস বলে বৃকভানু রাজা
দেখি পাছে মুরছায়।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ