তবে সবে গোপীগণ মণ্ডলী করি।
শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী।।
দুহুঁ অঙ্গ পরশিতে দুহুঁ ভেল ভোর।
আজুক আনন্দ কো করু ওর।।
নব রঙ্গিণী রাধা রসময় শ্যাম।
চৌদিকে গোপিনী সব অতি অনুপাম।।
অপরূপ রাধা কানু বিলাস।
আনন্দে নিরখই গোবিন্দদাস।।
তবে সবে গোপীগণ মণ্ডলী করি।
শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী।।
দুহুঁ অঙ্গ পরশিতে দুহুঁ ভেল ভোর।
আজুক আনন্দ কো করু ওর।।
নব রঙ্গিণী রাধা রসময় শ্যাম।
চৌদিকে গোপিনী সব অতি অনুপাম।।
অপরূপ রাধা কানু বিলাস।
আনন্দে নিরখই গোবিন্দদাস।।