তনু পরচিঞা রসের ভরে।
আপনার তনু ধরিতে নারে।।
সখীগণ সঙ্গে সঙ্গীত গায়।
কেহ তাল ধরে কেহ বাজায়।।
আলি নাচাইয়া আপনি নাচে।
শ্রম-জল নীল-বসনে মুছে।।
কপূর সহিত খপুর পাণ।
খায়ে হাসে ভাসে রসের বান।।
প্রিয়-সখী সঞে পাশক খেলে।
বঁধু-পণে শশিশেখর বলে।।
তনু পরচিঞা রসের ভরে।
আপনার তনু ধরিতে নারে।।
সখীগণ সঙ্গে সঙ্গীত গায়।
কেহ তাল ধরে কেহ বাজায়।।
আলি নাচাইয়া আপনি নাচে।
শ্রম-জল নীল-বসনে মুছে।।
কপূর সহিত খপুর পাণ।
খায়ে হাসে ভাসে রসের বান।।
প্রিয়-সখী সঞে পাশক খেলে।
বঁধু-পণে শশিশেখর বলে।।