তনু তনু লাগি জাগি নিশি বঞ্চই
তহিঁ পুন বিঘটন মানি।
দীপ জারি মঝু বদন নেহারই
সো পুন বিছুরল জানি।।
সজনি মঝু মনে লাগএ ধন্দ।
নব নব লেহ কৈছে অব তেজল
বিদগধ গোকুলচন্দ।।
মঝু মুখ হেরি ফেরি পুন ধাওল
নবিন পিরীতি করি বাদ।
না জানিএ কোন গহন পরবেশল
অবহিঁ পড়ল পরমাদ।।
মাইক অচল প্রেম পহুঁ বারল
সজল বন দূরদেশ।
কো পুন সাধি কান বাহুড়াওব
গণি গণি পাঁজর শেষ।।
বিরহ বেয়াধি সহই নাহি পারিএ
অব জীবন জরি যায়।
সহচরি দীন- বন্ধু কহ কৈছনে
মীলব শ্যামর রায়।।