তনু তনু মীলনে উপজল প্রেম।
মরকত যৈছে জড়ায়ল হেম।।
কনক-লতাবলি তরুণ তমাল।
নব-জলধরে জনু বিজুরি রসাল।।
কমলে মধুপ যেন পাওল সঙ্গ।
দুহুঁ তনু পুলকিত প্রেম-তরঙ্গ।।
মাতল মধুপ জনু করলহি পান।
গোবিন্দদাস দুহুঁক গুণ গান।।