তনুরুচি-হারী কিরণ-মণি-কাঁতি।
পহিরল নীলবসন কত ভাঁতি।।
এহো নেহারি কি বিজুরিক রেহা।
লাজে লুকায়ল সঘন মেহা।।
দেখ দেখ সুবল বিপিনে কোন গোরী।
বলকয়ে চিত চোরায়লি মোরি।।
খঞ্জন-গঞ্জন লোচন জোর।
যৈছে চিত্রগতি চারু চকোর।।
হেরি হেরি অতয়ে করিয়ে অনুমান।
খঞ্জন খঞ্জ ভেল চলই না জান।।
চলইতে রুনু ঝুনু মঞ্জির বোলই।
মনসিজ মন্ত্র বেকত জনু ভনই।।
ইথে কৈছে ধৈরজ ধরবহি কান।
গোবিন্দদাস এতহু নাহি জান।।