তথা হৈতে উঠি বড়াই করিল গমন।
জটিলা নিকটে গিয়া দিল দরশন।।
জটিলা ভেটল বড়াই মৃদু মৃদু হাসি।
আশিস করিয়া বৈসে জটিলা সম্ভাষি।।
বধূরে পাঠাঞে দেহ লৈয়ে যাব বিকে।
শুনি অনুমতি দিল হাসিয়া কৌতুকে।।
ললিতা বিশাখা আদি সব সখি মেলি।
পসরা সাজায়ে শেখর সাথে যায় চলি।।