তত্তা থৈ থৈ বাওয়ে মৃদঙ্গ।
নাচত বিধুমুখি অঙ্গবিভঙ্গ।।
সুবিষম তাল কানু যব দেল।
তব ললিতা সখি হরষিত ভেল।।
কানু কহে সুন্দরি কর অবধান।
ইহ পর পদগতি করহ সন্ধান।।
রঙ্গিণি সহচরি বাওত ভাল।
কানু দেওত করে সুবিষম তাল।।
নাচত সুবদনি কতহু সুছন্দ।
হেরি চমকিত সব সহচরিবৃন্দ।।
কোই কহ ধনি ধনি কোই জয়কার।
কানু দেওল তব নিজ গুঞ্জাহার।।
কণ্ঠে দেয়ল ধনি উর পর লাগ।
কহ শেখর সোই নব অনুরাগ।।