ঢল ঢল কষিত কাঞ্চন তনু গোরি।
ধরণী পড়িছে নব যৌবন-হিলোরি।।
বয়ন শরদ-সুধানিধি নিরালঙ্ক।
মনমথ-মথন অলপ দিঠি বঙ্ক।।
কি বলিব আব রাই কি বলিব আর।
ভুবনে কি দিব হেন উপমা তোমার।।
কুটিল কবরী বেঢ়ি কুসুমক জাদ।
সুরঙ্গ সিন্দুর ভালে অতি পরমাদ।
[নাসিকার আগে গজ-মুকুতা হিলোরে।
পরাণ নিছিয়ে তোমার নয়নে কাজরে।।]
উন্নত উরজ কিবা কনক-মহেশ।
মুঠিতে ধাবণ হয় তুয়া মাঝ-দেশ।।
উলট-কদলী উরু গুরুয়া নিতম্ব।
জ্ঞানদাসের পহু জিয়ে ঐ অবলম্ব।।