ঠারে ঠোরে তারে তোরে
দেখিলাম নয়ানে।
কিসের কথা কৈতেছিলি
নন্দের পোয়ের সনে।।
যুবা মায়্যা পথে পায়্যা
মধ্যে কিসের কথা।
হেন বুঝি দাদার আমার
হেঁট করিবি মাথা।।
কিসের তর্জন কিসের গর্জন
কিসের হেঁট মাথা।
কখন কৈতেছিলাম নন্দের
পোয়ের সনে কথা।।
নন্দের পোয়ের সনে কথা
কৈতেছিলাম যদি।
তখন কেনে ধরিস নাই লো
থুবরা গরবাখাগী।।
আপ্‌নি যেমন পরকে তেমন
শতেকভাতারী।
হাতে নোথে ধরি আর
সিন্ধ মুখে চুরি।।
লোচন দাসের মনের আশ
পূর্‌ল এত দিনে।
মনে না কেন ছারকপালী
দেখ্যা শ্যামের সনে।।