ঠাওর নাই মোর মন-কাণ্ডারী বুঝি তিরো ধারায় এবার ডুবাই তরী।
যেমন মাঝি দিশে হারা, তেমনি দাঁড়ী মাল্লা তারা।
এরা কে কোন্‌ দিকে বয় কেউ কারো বশ নয়, পারে যাওয়া কঠিন হলো ভারি।
এক নদীর তিন বইছে ধারা, নাই কো নদীর কূল কিনারা।
ও সে বেগে তুফান ধায়, দেখে লাগে ভয়, ভাসিয়েছি ডিঙ্গা উপায় কি করি।
কোথায় হে দয়াল হরি এসে আমার হও কাণ্ডারী।
তর স্মরণলয়ে তরণী ভাসিয়ে যাই, অধীন লালন বলে বুঝি বিপাকে মরি।