জয় শচিনন্দন ভুবন-আনন্দ।
আনন্দ শকতি মিলিত নবদ্বীপ
ঊয়ল নব-রস কন্দ।।ধ্রু।।
গো-খুর-ধুলি দীশই উহ অম্বর
শুনি বর-বেণু-নিসান।
অপরূপ শ্যাম মধুর-মধুরাধরে
মৃদু মৃদু মুরলিক গান।।
এত কহি ভাবে বিবশ গৌর-তনু
পুন কহে গদগদ বাত।
শ্যাম সুনাগর বন সঞে আওত
সম-বয় সহচর সাথ।।
মঝু মন নয়ন জুড়ায়ল কলেবর
সফল ভেল ইহ দেহ।
রাধামোহন কহ ইহ অপরূপ নহ
মুরতিমন্ত সোই নেহ।।