জয় রে জয় রে শ্রী নিবাস নরোত্তম
রামচন্দ্র শ্রীগোবিন্দদাস।
জয় শ্রীগোবিন্দ গতি অগতি জনার গতি
প্রেমমূরতি পরকাশ।।
শ্রীদাস গোকুলানন্দ চক্রবর্ত্তী শ্রীগোবিন্দ
শ্রীরামচরণ শ্রীল ব্যাস।
শ্যামদাস চক্রবর্ত্তী কবিরাজ নৃসিংহ খ্যাতি
কর্ণপুর শ্রীবল্লবীদাস।।
শ্রীগোপীরমণ নাম ভগবান গোকুলাখ্যান
ভক্তি-গ্রন্থ কৈলা পরকাশ।
প্রভুর প্রেয়সী রামা শ্রীগৌরাঙ্গপ্রিয়া নামা
জাজীগ্রামে সতত বিলাস।।
শ্রীমতী দৌপদী আর শ্রীঈশ্বরী খ্যাতি যাঁর
গৌরপ্রেম ভক্তিরসে ভাসে।
প্রভুর কন্যা হেমলতা সর্ব্বলোকে যশখ্যাতা
স্মরণ মনন রসোল্লাসে।।
রামকৃষ্ণ মুকুন্দাখ্যা চট্টরাজ যাঁর ব্যাখ্যা
শুদ্ধ ভক্তিমতবিনির্যাস।
রাঢ়দেশে সুধানিধি মণ্ডল ঠাকুর খ্যাতি
প্রভুপদে সদৃঢ় বিশ্বাস।।
ঘটক শ্রীরূপ নাম রসবতী রাই শ্যাম-
লীলার ঘটনারসে ভাস।
শ্রীবীর হাম্বির নাম বিষ্ণুপুর রাজধাম
যেঁহো আদি শাখা প্রভু পাশ।।
চট্টরাজ কুলোদ্ভব গোপীজন বল্লভ
সদা প্রেমসেবা অভিলাষ।
শ্রীঠাকুর মহাশয় তাঁর যত শাখা হয়
মুখ্য কিছু করিয়ে প্রকাশ।।
রামকৃষ্ণ আচার্য্য খ্যাতি গঙ্গানারায়ণ চক্রবর্ত্তী
ভক্তিমূর্ত্তি গামিলা নিবাস।
রূপ রাধুরায় নাম গোকুল শ্রীভগবান
ভক্তিমান শ্রীউদ্ধব দাস।।
শ্রীল রাধাবল্লভ চাঁদ রায় প্রেমার্ণব
চৌধুরী শ্রীখেতরি নিবাস।
শ্রীরাধামোহনপদ যাঁর ধনসম্পদ
নাম গায় এ উদ্ধব দাস।।