জয় জয় শ্রীজয়- দেব দয়াময়
পদ্মাবতী-রতি-কান্ত।
রাধা মাধব- প্রেম-ভকতি-রস
উজ্জ্বল-মুরতি নিতান্ত।।
শ্রীগীতগোবিন্দ গ্রন্থ সুধাময়
বিরচিত মনোহর ছন্দ।
রাধা গোবিন্দ- নিগুঢ়-লীলা গুণ
পদ্মাবলি-পদ-বৃন্দ।।
কেন্দুবিল্ব পুর ধাম মনোহর
অনুখন করয়ে বিলাস।
রসিক ভকতগণ যো সরবস-ধন
অহনিশি রহু তছু পাশ।।
যুগল বিলাস গুণ করু আস্বাদন
অবিরত ভাবে বিভোর।
দাস রঘুনাথ ইহ তছুগুণ বর্ণন
কীয়ে করব লব-ওর।।