জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ।
মুরতি বসন্ত পিরীতি রস কন্দ।।
বিকসিত তনুবন মুখ অরবিন্দ।
ভাব কুসুম শোভা হাস মকরন্দ।।
করুণা মলয়ানিল শীতল সুগন্ধ।
জগত সুবাসিত প্রেম প্রবন্ধ।।
নব পল্লব অনুরাগ অমন্দ।
বিলসে কোকিল সহচর বৃন্দ।।
এ ভুবন প্রকাশিত পদ নখ চন্দ।
দর দরশন হীন দামোদর অন্ধ।।