জয় জয় গৌরচন্দ্র নিতাই আনন্দ কন্দ
অদ্বৈত আদি প্রিয় ভক্তবৃন্দ।
প্রার্থনা করিয়ে সদা মহোৎসব হউক হেথা
শিরে বন্দি তুয়্য পদদ্বন্দ্ব।।
দ্বাদশ গোপাল সঙ্গে চৌষট্টি মহান্ত রঙ্গে
প্রকাশ হইল নবদ্বীপে।
আপন করুণা আশে নিজ সংকীত্তঁন রসে
সিঞ্চিত করিল সব জীবে।।
ভাব সংকীর্তনানন্দ গৌরচন্দ্র ভক্তবৃন্দ
নিজগুণে সভার আনন্দ।
আহেরী (?) বৈষ্ণবগণে দিয়ে মালা চন্দনে
আজি হইল মহোৎসবের গঙ্ক।।
প্রেমে তা থৈয়া থৈয়া পুরিল সভার হিয়া
ভিন্ন ভিন্ন কিছুই না বাছে।
হেন মহোৎসবে রতি না হৈল আমার মতি
কহে দীন নরোত্তম দাসে।।