জয় জন রঞ্জন কঞ্জ নয়ন ঘন
অঞ্জন নিভ নব নাগর ঐ ঐ।
গোকুল কুলজা কুল ধৃতি মোচন
চন্দ্রবদন গুণসাগর ঐ ঐ।।
নন্দতনুজ ব্রজ ভূষণ রসময়
মঞ্জুল ভুজ মদবর্ধন ঐ ঐ।
শ্রীবৃষভানু তনয়াহৃদি সম্পদ
মদনার্ব্বুদ মদ মর্দ্দন ঐ ঐ।।
গীত নিপুণ নিধু বন নয় নন্দিত
নিরুপম তাণ্ডব পণ্ডিত ঐ ঐ।
ভানুতনয়া পুলিনাঙ্গন পরিসর
রমণী নিকর মণি মণ্ডিত ঐ ঐ।।
বংশীধর বর ধরণীধর কৃত
বন্ধু অধরারুণ সুন্দর ঐ ঐ।
কুন্দরদন কিবা কমনীয় কৃশোদর
বৃন্দাবিপিন পুরন্দর ঐ ঐ।।
কৃষ্ণকেলি কলহৈক ধুরন্ধর
ধাধা ধিধি তগ ধেন্না ঐ ঐ।
স্ব স্বরি গরি নরহরি নাথ এই এই
অ ইতি অই অই অতেন্না ঐ ঐ।।