জয়তি জয় বৃখভানু নন্দিনী
নন্দনন্দন মোহিতা।
রূপ অদভূত বরণ বিদ্যুত
নীল অম্বর শোভীতা।।
সিংহ জিনি মাঝ বদন দ্বিজ রাজ
দশন মোতিম পাঁতিয়া।
জিনী ইন্দীবর নয়ন যুগল
বিম্ব অধরক ভাঁতিয়া।।
ভাঙু যুগ জনু পঞ্চশর ধনু
নাসা তিলফুল রঞ্জিয়া।
অলকা কুন্তল ভ্রমর বেড়ল
উড়ি ফিরে যৈছে গঞ্জিয়া।।
অমিয়া ভাষণ অপাঙ্গ ঈক্ষণ
নন্দ সুত সুখ কাঞ্চনি।
চরণ যুগল ভরোসা কেবল
দাস হরেকৃষ্ণ নীছনি।।