জীবের ধন আমায় ছাাড়ি গেলা কোন্ দোষে ?
তোমার পিরীতি খানি, মরমে রহিল হানি, তনু ক্ষীণ প্রাণি হয় শেষে।। ধু
মুই যদি জানিতুম জ্বালা মোরে দিলা জ্বালিয়া, তবে কেনে বাড়াইলাম পিরীত।
অন্তরে বাহিরে দহে, কথবা পরাণে সহে, জ্বলিয়া জ্বলিয়া উঠে চিত।।
কি মোর গৃহের কাজ, কি মোর লোকে লাজ কিবা মোর গুরুর গঞ্জন।
অই ভাবনা মনে, প্রাণ (করে উচাটন ?), কবে পাইমু বন্ধের দরশন ।।
কহে নাছির মহম্মদে, ভজ ধনি প্রভু পদে, (তবে পাইবা ?) কানুর উদ্দেশ।
কদম্বের তলে থাকে, বন্ধুয়া আসে যায় তিলে তিলে ধরে নব বেশ।।