জীবন চাহি জৌবন বড় রঙ্গ।
তবে জৌবন জব সুপুরুখ-সঙ্গ।।
সুপুরুখ প্রেম কবহু নহি ছাড় ।
দিনে দিনে চন্দ্রকলা সম বাঢ়।।
তুহুঁ জৈসে রসবতি কানু রসকন্দ।
বড় পুনে রসবতী মলে রসবন্ত।।
তুহুঁ জদি কহসি করিএ অনুসঙ্গ।
চৌরি পিরীতি হএ লাখ গুন রঙ্গ।।
সুপুরুখ ঐসন নহি জগমাঝ।
অতে তাহে অনুরত বরজ-সমাজ।।
বিদ্যাপতি কহ ইথে নহি লাজ।
রূপগুনবতিক ইহ বড় কাজ।।