জাবে সরস পিয়া বোলএ হসী

জাবে সরস পিয়া বোলএ হসী।
তাবে সে বালভু তঞো পেয়সী।।
জঞো পএ বোলএ বোল নিঠূর।
তঞো পুনু সকল পেম জা দূর।।
এ সখি অপুরুব রীতি।
কঁহাহু ন দেখিঅ অইসনি পিরীতি।।
জে পিয়া মানএ দোসরি পরান।
তকরাহু বচন অইসন অভিমান।।
তৈসন সিনেহ জে থির উপতাপ।
কে নহি বস হো মধুর অলাপ।।
হঠে পরিহর নিঅ দোসহি জানি।
হসি ন বোলহ মধুরিম দুই বানি।।
সুরত নিঠুর মিলি ভজসি ন নাহ।
কা লাগি বঢ়াবসি পিসুন উছাহ।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ