জানি জানিরে গুণের নিধি। তুয়া বিনে আমি আর নাহি জানি।। ধু
মাঠে থাকে ধেনুরাখে গলে দোলে মালা। তুমিত সুন্দরী রাধে ? কানু কেন কালা।।
বাঁশী মূলে কহে কথা কেহ নাহি শুনে। কানু কালা রাধা গোরা সর্বলোকে জানে।।
হাতে শঙ্খ কানে সোনা পরি মোহনসাড়ী। করআঁখি সানেডাকে রাধিকা সুন্দরী।।
কে কে যাইবা যমুনার জলে কার সঙ্গে যাইব। কে দিবে আনিয়া শ্যাম কোথা গেলে পাইব।।
বাপে দিল জনম জননী দিল ক্ষীর। কহেন মর্তুজা আলী জনমের ফকির।।