জানিয়া কামিনি যামিনি শেষ।
জাগব সখি সভে করব নিদেশ।।
ললিতা বিশাখা ঘুমায়ব সখি সঙ্গে।
সবহুঁ চরণ সম্বাহব রঙ্গে।।
হরি হরি কবহুঁ শ্রীচরণ সম্বাই।
কনকমঞ্জরি-মুখ হেরব জাগাই।।
ঘুমল সখিগণে জাগব শয়নে।
কর্পূর তাম্বুল দেয়ব বদনে।।
বিরচিব সিন্দুর কাজর বেশ।
বসন পিন্ধায়ব বান্ধব কেশ।।
তনু অনুলেপব চন্দন-গন্ধ।
পুনহি পরায়ব কাঁচলি-বন্ধ।।
আরতি করব হেরব মুখ-চন্দ।
টূটব চিরদিন বিরহক ধন্দ।।
শয়ন-নিকুঞ্জে রাখব আগোরি।
হেরব সখিগণে আনন্দ ভোরি।।
বলরাম হেরব দুহুঁ-মুখ-চন্দ।
ভাগব কব দিঠি শ্রবণক দন্দ।।