জানলি কানু গোপতে পরিহারল
কাতর-লোচন-ওরে।
ললিতা ছল করি রাইক করে ধরি
ডারলি নাহক কোরে।।
হরি হরি সব সহচরিগণ মেলি।
কিশলয়-শয়ন-তলে দুহু বৈঠব
বিলসব রসময় কেলি।।
বুঝিয়া বিশাখা সখি আনন্দে মাতলি
মাঝহি বচন-বেয়াজে।
কর ধরি ধনি-মুখ-বসন উঘাড়ল
চুম্বই নাগর-রাজে।।
চিত্রা বান্ধলি দুহুঁক পটাঞ্চলে
কহলি গেহ চলু বালা।
চলইতে রাই উঠই নাহি পারই
হেরি হাসয়ে সখি-মালা।।
ধনি দিঠে পেরলি জানি সুনাগর
তোড়ল গাঠিক বন্ধ।
কাহুক চুম্বই কাহুক আলিঙ্গই
হেরি বলরাম আনন্দ।।