জাতি কুল শীল ছাড়িঞা সকল
শরণ লাঞছি আমি।
নবীন পিরীতি আদর আরতি
কেমনে ছাড়িবে তুমি।।
বন্ধু কি শুনি লোকের মুখে।
সকল গোকুল করিঞা আকুল
মথুরা যাইবে সুখে।।
যমুনার কূলে বিরহ অনলে
মরিব তোমার লাগি।
লোকে অপযশ ঘোষণা রহিবে
হইবে বধের ভাগী।।
এ তিন ভুবনে তোমা ধন বিনে
কে আর আমার আছে।
দীনবন্ধু বলে দূরদেশে গেলে
ডাঁড়াইব কার কাছে।।