জাতকি কেতকি কুন্দ সহার।
গরুঅ তাহেরি পুন জাহি নিহার।।
সব ফুল পরিমল সব মকরন্দ।
অনুভবে বিনু ন বুঝিঅ ভল মন্দ।।
তুঅ সখি বচন অমিঞ অবগাহ।
ভমর বেআজে বুঝওব নাহ।।
এতবা বিনতি অনাইতি মোরি।
নিরস কুসুম নহি রহিঅ অগোরি।।
বৈভব গেলে ভলাহু মঁদি ভাস।
আপন পরাভব পর উপহাস।।