জাগিহো কিশোরী গোরি রজনী ভৈ ভোরে।
রতি অলসমে নিন্দ যাওত রসরাজহি কোরে।।
নীলবসন মণি আভরণ ভৈ গেয়ো বিথারে।
শাসু ননদী এ্যায়সে বিবাদী মনমে নাহি তেরে।।
নগরক লোক জাগি বৈঠল ক্যাসে যাওব পুরে।
অরুণ উদয় হোই আওত শারী শুক ফুকারে।।
শুনি নাগর উঠি বৈঠল নাগরি করি কোরে।
বিশ্বম্ভর ঝারি পুরি লেই ঠারো রহত দ্বারে।।