জলপান করি কান মুখে দিয়া গুয়াপান
খড়িকে চলিলা গো-দোহনে।
গাভীগণ স্তনভরে ঘন হাম্বারব করে
কানুপথ নিরখে সঘনে।।
আইলা গোকুল চাঁদ করে ধরি ডোরি ছাঁদ
আর গোপ আসি তার সঙ্গে।
ছাড়ি দিলা বৎস সব গোঠে উঠে হাম্বারব
শুনিতে বাঢ়িল বহু রঙ্গে।।
দেখিয়া কানুর মুখ ধেনুর হইল সুখ
বৎস পিয়ে হরষিত মনে।
পিশঙ্গী মাণিকস্তনী দোহে কানু গুণমণি
আর গাভী দোহে গোপগণে।।
দোহন করিয়া সারা সঙ্গে লৈয়া দুগ্ধভারা
রাখিলা মায়ের কাছে যাই।
অট্টালীতে হৈয়া খাড়া শেখর বুঝিলা সাড়া
দোহন হইল সব গাই।।