জলধি মাগএ রতন ভঁডার।
চাঁদ অমিয় দে সবর সসার।।
নাগর জে হোঅ কি করত চাহি।
জকরা জে রহ সে দে তাহি।।
সাজনি কি কহব আপন গেআঁন।
পর অনুরোধে কতএ রহ মান।।
বিনু পওলে তকরাহু দুর জাএ।
দুহু দিস পাএ অনুতাপ জনাএ।।
পওলে অমর হোএ দহু কোএ।
কাঠ কঠিন কুলিসহু সত হোএ।।