জলদ বরিস ঘন দিবস অন্ধার।
রয়নি ভরমে হম সাজু অভিসার।।
আসুর করমে সফল ভেল কাজ।
জলদহি রাখল দুহু দিস লাজ।।
মোয়ঁ কি বোলব সখি অপন গেআন।
হাথিক চোরি দিবস পরমান।।
মোয়ঁ দূতী মতি মোর হরাস।
দিবসহু কে জা নিঅ পিয়া পাস।।
আরতি তোরি কুসুম রস রঙ্গ।
অতি জীবলে দেখিঅ অভিসন্দ।।
দূতী বচনে সুমুখি ভেল লাজ।
দিবস অএলাহু পরপুরুস সমাজ।।