জলদ বরণ এক যুবা।
যুবতীর জাতি কুল ডুবা।।
দেখ্যা আইলাম যমুনার ঘাটে।
রূপে কোটি মদন না আঁটে।।
হিয়া জরজর অনুরাগে।
তা বিনু ঝগড় সব লাগে।।
দিয়া জাতি কুলের বিদায়।
শরণ লইনু রাঙা পায়।।
জলধর কুসুম অতসী।
লোচন বলে দেখতে ভালবাসি।।