জলদবরণ কানু দলিত অঞ্জন তনু
উদইছে শুধু সুধাময়।
নয়ন চকোর মোর পিতে করে উতরোল
নিমিখে নিমিখ নাহি সয়।।
সই, দেখিনু শ্যামের রূপ যাইতে জলে।
ভালে সে গোকুলনারী হইয়াছে পাগলী
সকল লোকেতে বলে।।
কিবা সে চাহনি ভূবনভুলনী
শোভিত গলের মাল।
মধুর লোভে ভ্রমরা বুলে
বেড়িয়া তহি রসাল।।
দুইটী লোচন মদনের বাণ
দেখিতে পরাণ হানে।
পশিয়া মরমে ঘুচায়ে ধরমে
পরাণ সহিতে টানে।।
চণ্ডীদাস কয় ভুবনে না হয়
এমন রূপ যে আর।
যে জন দেখিল সেই সে ভুলিল
কি তার কুবুলবিচার ।।