জলকেলি অবসানে উঠি সব সখীগণে
স্নান করি পহিরল বাস।
রাই কানু দোহেঁ লৈয়া বসন ভূষণ-দিয়া
গেলা সভে নিকুঞ্জ আবাস।।
দুহুঁদোহাঁ বেশ করি মুখ চাহে ফিরি ফিরি
ছলে বলে করয়ে চুম্বন।
ধনী তাহে নতমুখী দেখিতে নাগর সুখী
আনন্দে ভাসয়ে সখীগণ।।
অপরূপ দুহুঁ জনলেহ।
পরাইয়া বিভূষণ নীছই তনুমন
এক জীবন এক দেহ।।ধ্রু।।
সখীগণ কুঞ্জমাঝে বেশ করে নিজেনিজে
হরিষে হেরয়ে দুহুঁমুখ
কহয়ে মাধবদাস পূরিল মনের আশ
ঘুচিল আমার মনদুখ।।