জনম অবধি পীরিতি বেয়াধি
অন্তরে রহিল মোর।
থেকে থেকে উঠে পরাণ ফাটে
জ্বালার নাহিক ওর।।
সই,এ বড় বিষম কথা।
কানুর কলঙ্ক জগতে হইল
জুড়াইব আর কোথা।।
বেয়াধি অবধি সমাধি করিয়ে
পাই এবে যার লাগি।
এমতি ঔষধ হয় অল্প মূল্য লয়
হিয়ার ঘুচায় আগি।।
জনম অবধি কণ্টক ননদী
জ্বালাতে জ্বলিল মন।
তাহার অধিক দ্বিগুণ জ্বালায়
খলের পীরিতি শুন।।
খলের সংহতি ছাড়িনু পীরিতি
ছাড়িনু সকল সুখ।।
চণ্ডীদাস কয় যদি দেখা হয়
এবে কেন বাস দুখ।।