জদি তোরা নহি খন নহি অবকাস।
পরকে জতন কতে দেল বিসবাস।।
বিসবাস কই ককে সুতহ নিচীত।
চারি পহর রাতি ভমত সুচীত।।
কবজোরি পঁইয়া পরি কহবি বিনতী।
বিসরি ন হলবিএ পুরুব পিরিতী।।
প্রথম পহর রাতি রভসে বহলা।
দোসর পহর পরিজন নিন্দ গেলা।।
নিন্দ নিরূপইত ভেল অধরাতি।
তাবত উগল চন্দা পরম কুজাতি।।
ভনই বিদ্যাপতি তখনুক ভাব।
জেহ পুনমত সে জন পয় পাব।।