জটিলা কহয়ে বধূর ঠাঞি।
তুরিতে ভোজন করহ মাই।।
আয়ান ভোজন করিয়া গেল।
দুঃশীলা কুটিলা শয়ন কৈল।।
আন্ধল নয়নে না সুজে মোরে।
না পারি বসিতে নিন্দের ভরে।।
আপনি বাছনি করহ সাতি।
দেখিতে দেখিতে বাঢ়িল রাতি।।
তিলেক সোয়াথ নাহিক তোর।
নয়ন-পুতলি তুমি সে মোর।।
এঘর করণ তোহারি হাথ।
শপথি করিয়ে ঝিয়ের মাথ।।
দেবর দুর্মেধ করিবে মো।
আমার আশিসে হইবে পো।।
কুটিলা পাপিনী কোন্দল করে।
কালি সে যাইবে পরের ঘরে।।
সে তাপে তাপিত নহিবে তোরে।
সকল কুবোল ক্ষমিবা মোরে।।
তোমার বাপের ভরসা করি।
এ তিন ভুবনে কারে না ডরি।।
তোমার মায়ের কি কব কথা।
আমারে জানয়ে আপন ধাতা।।
কুশলে থাকুক তাহার পুত।
দেবতা দানব না লাগু ভূত।।
জটিলা এতেক আদর করে।
কহয়ে শেখর দেবের ডরে।।