জগত-সংসার এ মহিমণ্ডল
আপনাকে দেখে রানি।
বিস্মিত হইল দেখিয়া ওদর
কহিতে না পারে বানি।।
একি পরমাদ দেখিয়া আপদ
কহিতে না পারে কারে।
কি দেখিল বলি ভাবনা হইল
আপন মনের পরে।।
”আপন গেয়ানে এমন না দেখি
কিবা দেখিল ভ্রম।
কাহারে কহিব এ সব কারণ
কে জানে ইহার মর্ম্ম।।
গর্গ জে কহিল তাহ সে দেখিল
নিশ্চএ হইল তাই।
এ মেন দেবের দেবতা বটেন
ইহাতে অন্যথা নাঞি।।
মুনির কথন নাহএ খণ্ডন
সেই সে হইল সত্য।
দেব ভগবান ইথে নাহি আন
এবে সে জানিল নিত্য ।।
দেব ঋষিকেস বল্যাছে মহেস
সে কথা পড়িল মনে।
ইহার সাক্ষাতে দেখিল গোচরে
আপন মনের সনে।।”
বিস্মিত হইল জসদা জননি
এ মেনে দেবতা-সক্তি।
ইহার বলিয়া আপন নন্দনে
বড়ই হই * * * ।।
”জগত-সংসারে এমত না দেখি
আপন গিয়ান-কালে।
না সুনি শ্রবণে না দেখি নয়নে
দেখিল এ * * * * ।।
ওদর ভিতর এ ভব সংসার
দেখিল নয়ন-কনে।”
চণ্ডিদাস কয়- পুর্ন্ন সনাতন
জানিহ আপ(ন) * * ।।